ব্যবহারের শর্তাবলী (Terms)

ব্যবহারের পূর্বে দয়া করে পড়ে নিন

বিশেষ ঘোষণা (Disclaimer)

  • আমরা কোনো সরকারি ওয়েবসাইট নই। Allwebbd.com একটি বেসরকারি ওয়েব ডিরেক্টরি।
  • আমরা কেবল সাধারণ মানুষের সুবিধার্থে লিংক সাজিয়ে দিয়েছি।
  • কোনো আর্থিক লেনদেনের আগে মূল ওয়েবসাইট যাচাই করে নিবেন।

১. সেবার ধরণ

Allwebbd.com এর কাজ হলো ইন্টারনেটে ছড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ লিংকগুলোকে ক্যাটাগরি অনুযায়ী সাজিয়ে রাখা। আমরা সরাসরি কোনো পাসপোর্ট, এনআইডি বা সরকারি সেবা প্রদান করি না।

২. তথ্যের সঠিকতা

আমরা সবসময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। তবে মূল ওয়েবসাইট (যেমন সরকারি সার্ভার) যদি লিংক পরিবর্তন করে বা বন্ধ থাকে, তার জন্য আমরা দায়ী নই।

৩. মেধা স্বত্ব (Copyright)

এই ওয়েবসাইটের ডিজাইন এবং কন্টেন্ট আমাদের নিজস্ব সম্পদ। অনুমতি ছাড়া কপি করা নিষেধ।

৪. ব্যবহারকারীর আচরণ

সাইটের ক্ষতি হয় এমন কোনো কাজ (স্প্যামিং, হ্যাকিং) করা যাবে না। এমনটি করলে আমরা ওই ব্যবহারকারীকে ব্লক করার অধিকার রাখি।